শুক্রবার সকালে উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ি থেকে ঈগলটি উদ্ধার করা হয়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অসুস্থ অবস্থায় একটি তিলা নাগ ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার সকালে উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ি থেকে ঈগলটি উদ্ধার করা হয়। বর্তমানে পাখিটিকে শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইসবপুর গ্রামের নিখিল দেব জানান যে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ঈগলটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খাবার ও পানি খেতে দেন। কিন্তু ঈগলটি কিছুই খাচ্ছিল না। পরে শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, "শুক্রবার সকালে খবর পাওয়ার সাথে সাথে আমরা তিলা নাগ ঈগলটি উদ্ধার করে নিয়ে আসি। ঈগলটির শারীরিক অবস্থা ভালো নয়। তার দেহের তুলনায় ওজন অনেক কম। এটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে, তারপর ছেড়ে দেয়া হবে।"
উল্লেখ্য, এ ধরনের ঈগল পাখিরা গভীর জঙ্গলে থাকতে পছন্দ করে। তবে খাবারের সন্ধানে এরা পাহাড়, নদীর পাড়, বেলাভূমি ও ফসলের মাঠেও ঘোরাফেরা করে।
মতামত দিন