৭ নভেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে
আগামী ৭ নভেম্বর ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে পুনরায় সংলাপ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রাতে গণভবনে ১৪ দলীয় জোটের সভা শেষে সাংবাদিকদের বলেন, "৭ নভেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।"
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান যে, সংলাপের ব্যাপারে তিনি ড. কামাল হোসেনের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন এবং তা তিনি আজ একনেক সভার সময় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "আমাদের নেত্রী সংলাপে সম্মত হয়েছেন। তিনি এর আগেই বলেছেন তার দরজা সবসময় সকলের জন্য খোলা।"
৭ নভেম্বরের পর আর কারোর সঙ্গে সংলাপের সুযোগ থাকবে না উল্লেখ করে সেতুমন্ত্রি আরো বলেন, "এ সময়ের মধ্যে আমরা সকলের সঙ্গে সংলাপ শেষ করে নেব। এ পর্যন্ত ৮৫টি রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছে।"
ঊল্লেখ্য, ১৪ দল ইতোমধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করেছে। এছাড়াও, আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এবাদে, বাম গণতান্ত্রিক জোট ও ইসলামিক দলগুলোর সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে। তবে, সব দলের সাথে সংলাপ আগামী ৭ নভেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
মতামত দিন