এই ৫৭টি হত্যা মামলার মধ্যে উদঘাটিত মামলা ৫০ ও অনুদঘাটিত মামলা ৭ টি।
টাঙ্গাইলের ৮ মাসে ৫৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে ২০১৮ সালে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত টাঙ্গাইলে সংঘটিত এই ৫৭টি মামলার মধ্যে উদঘাটিত হয়েছে ৫০টি এবং অনুদঘাটিত রয়েছে ৭ টি। এর মধ্যেও ১৭ টি মামলার অভিযোগ, ২টি মামলার চূড়ান্ত প্রতিবেদন ও ৩৮টি মামলা তদন্তাধীন রয়েছে।
পুলিশের মতে জমি সংক্রান্ত, পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে এসব হত্যাকাণ্ডগুলো ঘটেছে।
এসব হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে মাদ্রাসার সহকারী শিক্ষক আনিসুর রহমান তুলা (৪৫) হত্যাকাণ্ড, স্কুল-ছাত্র হামিম হত্যাকাণ্ড এবং এডভোকেট মো. ফরহাদ আলী হত্যাকাণ্ড উল্লেখযোগ্য।
২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর এলাকার নিজ বাড়ির পুকুর থেকে নিখোঁজের একদিন পর আনিসুর রহমান তুলার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর ১৭ জুলাই সকাল ১১টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছ ইড়তা এলাকা থেকে সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্র মোহাইমিনুল ইসলাম হামিম (১৪) এর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।মামলার ১০ দিনের মাথায় এ ঘটনার রহস্য উদঘাটনসহ একমাত্র ঘাতক ইমনকে গ্রেফতার করে পুলিশ।
গত ২১ জুলাই বিকেল ৪ টায় পূর্ব শত্রুতার জের ধরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়া পাড়া গ্রামের মো. ফরহাদ আলী এডভোকেটকে তাঁর বাসার সামনে হত্যা করা হয়।
এ ব্যাপারে সাবেক পিপি এডভোকেট এস আকবর খান বলেন, "প্রেম ঘটিত, জমি নিয়ে বিরোধ এসব কারণে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। দ্রুত ন্যায় বিচার না হওয়ার কারণে অনেক সময় বাদি পক্ষ মামলা চালাতে হতাশ হয়ে পরে। তখন আসামীরা পার পেয়ে যায়। সঠিক সময়ে দৃষ্টান্ত মূলক শাস্তি হলে অপরাধীরা অপরাধ থেকে দূরে থাকতো। তাই হত্যাকাণ্ড রোধে সামাজিক সচেতনা বৃদ্ধি করতে হবে।"
এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞানবিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, "আমাদের দেশে বিচার না পাওয়ার কারণে অনেকেই মামলা করতে চায়না। অপর দিকে বিচার বিভাগের সঠিক তদন্তের অভাবে অনেক সময় আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকে। যার ফলে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে প্রতিটি নাগরিক সঠিক বিচার পাবে ও সমাজ তথা দেশ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে।"
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, "গত আট মাসে টাঙ্গাইলে ৫৭ টি হত্যাকাণ্ড হয়েছে। প্রত্যেকটি হত্যা পারিবারিক, সামাজিক, জমি, প্রেম সংক্রান্ত বিষয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোন রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।"
মতামত দিন