স্বামী জাহাঙ্গীর হোসেন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবী করেন এবং গোপনে নিজ গ্রামে এনে তাকে দাফন করে চলে যান বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।
ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে দাফনের দুই মাস পর ইসমত আরা নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তারের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তাসহ স্থানীয়রা।
হাছিনা আক্তার ঢাকা ট্রিবিউনকে জানান, ইসমত আরা নামের ওই গৃহবধূ স্বামীর সাথে চট্রগ্রামের ইপিজেডে থাকতো। গত ২ আগস্ট রহস্যজনক মৃত্যু হয় ইসমত আরার।
স্বামী জাহাঙ্গীর হোসেন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবী করেন এবং গোপনে নিজ গ্রামে এনে তাকে দাফন করে চলে যান বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।
পরে নিহত গৃহবধূর ভাই তাজল ইসলাম বাদী হয়ে জাহাঙ্গীর হোসেনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে আদালত লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশে দেন।
মতামত দিন