ওসি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রংপুরের পীরগজ্ঞ উপজেলায় বেগম রোকেয়ার ভাস্কর্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মকিমপুর গ্রামে ভাস্কর অনিক রেজার বাড়িতে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাতে এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাস্কর অনিজ রেজা জানান, ২৮ সেপ্টেম্বর রাতে দুবৃর্ত্তরা তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে বেগম রোকেয়ার একটি ভাস্কর্য কুপিয়ে ভেঙে ফেলেছে। এ ছাড়াও ঘরের ভেতর থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলার চেষ্টা করেছে।
অনিক রেজা আরও জানান, তার ভাস্কর্য বানাতে বেশি জায়গার প্রয়োজন হওয়ায় গ্রামের বাড়িতে এসব তৈরি করেন।
ওসি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন