ঘটনাস্থল থেকে মদের বোতল, যৌন উত্তেজক ওষুধ ও কনডম উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই চা বাগানে মস্তকবিহীন অজ্ঞাত এক মধ্যবয়সী মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ধর্ষনের পর ঐ মহিলাকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলাই চা বাগানের ১নং সেকশন এলাকা হতে লাশ উদ্ধার করে। নিহত এ মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের চা শ্রমিকরা সাদা শাড়ি গায়ে মোড়ানো একটি মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। বাগান কর্তৃপক্ষ কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে বিকাল সাড়ে ৫টায় ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ মহিলার মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল হতে মদের বোতল, যৌন উত্তেজক ওষুধ ও কনডম উদ্ধার করে।
তার পরনের সাদা শাড়ি থাকায় তাকে বিধবা ধারণা করে পুলিশ জানায়, ধর্ষণের পর গলা কেটে তাকে হত্যা করে লাশ ফেলে গেছে ধর্ষণকারীরা। তবে লাশটির মাথা পুলিশ খুঁজে পায়নি।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, মস্তকবিহীন লাশটি মৌলভীবাজার মর্গে পোস্টমর্টেম রিপোর্টের জন্য প্রেরণ করা হয়েছে। বিধবা মহিলার মাথা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
মতামত দিন