জনপ্রশাসনে এখন তাকে নিয়ে জ্যেষ্ঠ সচিব মোট ছয় জন।
অবসরোত্তর ছুটি বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হককে আরও একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের কথা জানিয়ে আদেশ জারি করেছে।
চলতি বছরের ৩০ ডিসেম্বর পররাষ্ট্র ক্যাডার কর্মকর্তা শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। জনপ্রশাসনে এখন তাকে নিয়ে জ্যেষ্ঠ সচিব মোট ছয় জন।
শহীদুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান ২০১৩ সালের ১০ জানুয়ারি এবং একই বছরের ১৯ জুলাই সচিব পদে পদোন্নতি পান। আর চলতি বছরের ৩০ জুলাই জ্যেষ্ঠ সচিব করা হয় তাকে । ১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।
দেশে ফেরার আগে তিনি জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেওয়া শহীদুল ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রি নেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কর্মকর্তা, যিনি এর আগে কখনও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেননি।
মতামত দিন