সূত্রে আরও জানায়, কমিটির সভাপতি মোহাম্মদ নুর নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের একজন বাসিন্দা হিসেবে ছিলেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছাত্রলীগের কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠির এক বাসিন্দাকে সভাপতি নির্বাচিত করে কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ নুর। উপজেলার সদর ইউনিয়ন শাখার ১ নম্বর ওয়ার্ড মসজিদ ঘোনা ইউনিট কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
স্থানীয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ইমন স্বাক্ষরিত এক চিঠিতে মিয়ানমারের রোহিঙ্গা মোহাম্মদ নুরকে সভাপতি, মোবারেক হোসেনকে সহসভাপতি,মানুকুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক, মো. ডালিমকে যুগ্ন সাধারণ সম্পাদক ও ওসোথাই মং মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সূত্রে আরও জানায়, কমিটির সভাপতি মোহাম্মদ নুর নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের একজন বাসিন্দা হিসেবে ছিলেন। কিছুদিন আগে নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনা এলাকার ১ নম্বর ওয়ার্ডে নতুন বসতি গড়েছেন। নুর মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন কয়েক বছর আগে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করেন ভূয়া জন্মনিবন্ধন সনদ। এমনকি দেশের প্রচলিত বাংলা ভাষায় কথা বলতে পারেন না নুর। অর্থের বিনিময়ে তাকে নির্বাচিত করা হয়েছে সভাপতি হিসাবে।
কমিটির সভাপতি রোহিঙ্গা কিনা-এমন প্রশ্নের জবাবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, ‘ও (নুর) তো মিয়ানমার থেকে আসছে অনেক আগেই।’
এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু বলেন, ‘সে বাংলাদেশি, নাকি মিয়ানমারের নাগরিক জানি না। খবর নিয়ে দেখতে হবে।’
মতামত দিন