চট্টগ্রাম জেলার পটিয়ায় স্কুলছাত্রী প্রেমিকাকে কুপিয়ে হত্যা করে প্রেমিক নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালালেও বেঁচে যায়।
চট্টগ্রাম জেলার পটিয়ায় স্কুলছাত্রী প্রেমিকাকে কুপিয়ে হত্যা করে প্রেমিক নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালালেও বেঁচে যায়।
শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ ভূর্ষির রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার চেষ্টাকারী মো. মাসুদকে (২৫) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত স্কুলছাত্রী রীমা আকতার (১৪) উপজেলার হাইদগাও মহাজনপাড়ার মঞ্জুরুল আলমের মেয়ে। সে হাইদগাও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি নিশ্চিত করে ইউএনবি’কে বলেন, ‘ঘটনা রেললাইনের পাশে ঘটেছে। রেল পুলিশ বিষয়টি দেখছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, ‘মাসুদকে গুরুতর অবস্থায় হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
মতামত দিন