‘আমরাও চাই খালেদা মুক্তি পাক কিন্তু একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী যখন এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হন, তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি যদি নিজেকে নির্দোষ ভাবেন তাহলে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করুন'।
খালেদা জিয়ার মুক্তি কামনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শুক্রবার সকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরাও চাই খালেদা মুক্তি পাক কিন্তু একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী যখন এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হন, তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি যদি নিজেকে নির্দোষ ভাবেন তাহলে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করুন।’
এসময় তিনি খালেদার একমাত্র মুক্তির পথ আদালত অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা বলেও মন্তব্য করেন।
কারাগারের পাশে আদালত স্থাপন বিষয়ে মন্তব্য করার সময় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও নিরাপত্তা বিবেচনা করে কারাগারের পাশে আদালত স্থাপন করা হয়েছে বলে জানান হানিফ।
বিএনপি সংবিধান লংঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘বিএনপি’র নিকট প্রশ্ন করতে চাই, জিয়াউর রহমান যখন কারাগারের ভেতরে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছে তখন কী সংবিধান লংঘিত হয়নি?’
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর সিরাজ উদ্দিন আহমেদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন প্রেস ব্যবস্থাপক বোরহান উদ্দিন মো. আবু আহসান ও পরিকল্পনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলামসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চার শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।
মতামত দিন