সোমবার বিকেলে গাজীপুর মহানগরের কুনিয়া মধ্যপাড়ার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ঘাতক মা’কে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
নয় মাস বয়সী সন্তান মার্জিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা আমেনা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ।
সোমবার বিকেলে গাজীপুর মহানগরের কুনিয়া মধ্যপাড়ার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ঘাতক মা’কে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা (ওসি) এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গৃহবধূ আমেনা কুনিয়া মধ্যপাড়ায় একটি ভাড়া বাড়িতে মার্জিয়াকে নিয়ে থাকতেন। সেখানে থেকে তিনি একটি পোশাক কারখানায় শ্রমিকের চাকুরী করতেন। কারখানার সহকর্মী শ্রমিক ইব্রাহীমের সাথে আমেনার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা জানতে পেরে মাস দু’য়েক আগে স্বামী আল আমিন আমেনাকে তালাক দেন।
সোমবার ডোবায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমেনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আসামী আমেনা স্বীকারক্তি দেন যে, পরকীয়ার জেরে সে তার নিজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেন।
মঙ্গলবার ঘাতক মাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আমেনা আক্তারের সহকর্মী ইব্রাহীমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়না তদন্তের জন্য শিশুর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মতামত দিন