তবে মহাসচিব সম্মেলনকে অত্যন্ত সফল আখ্যায়িত করে বলেন, সেখানে গত ২০ বছরের অর্জনগুলো পর্যালোচনা করা হয়েছে।
বিমসটেকের মহাসচিব শহীদুল ইসলাম জানিয়েছেন, বিমসটেকের কোনো সদস্য দেশ প্রস্তাব না করায় ৩০-৩১ আগস্ট কাঠমান্ডুতে আয়োজিত আঞ্চলিক সংস্থাটির চতুর্থ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ ছিল না।
সোমবার (৩ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সম্মেলনের আলোচ্যসূচিতে (এজেন্ডা) রোহিঙ্গা ইস্যু যোগ করা ও বাদ দেয়া বিষয়ে কোনো দেশ প্রস্তাব বা অনুরোধ করেনি।
আয়োজক দেশ হিসেবে নেপাল সম্মেলনের আলোচ্যসূচি প্রস্তুত করে এবং সদস্য দেশগুলোর মাঝে তা বিতরণ করা হলে সবাই সেটি মেনে নেয় বলে জানান শহীদুল ইসলাম।
তবে মহাসচিব সম্মেলনকে অত্যন্ত সফল আখ্যায়িত করে বলেন, সেখানে গত ২০ বছরের অর্জনগুলো পর্যালোচনা করা হয়েছে।
সম্মেলনের ঘোষণা অনুযায়ী তারা একটি ফলো-আপ চার্ট তৈরি করবেন বলেও শহীদুল ইসলাম জানান।
সূত্র: ইউএনবি
মতামত দিন