প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য কোনোভাবেই বর্তমান সরকারকে অভিযুক্ত করা যাবে না।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আদালত ও রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, তিনি খালেদা জিয়াকে গ্রেপ্তার করেননি। এমনকি এটা কোনো রাজনৈতিক গ্রেপ্তারও নয়। এতিমদের অর্থ আত্মসাতের দায়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাজা থেকে মুক্তি পেতে চাইলে খালেদা জিয়াকে হয় আদালতের ওপর নির্ভর করতে হবে, অথবা রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা চাইতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য কোনোভাবেই বর্তমান সরকারকে অভিযুক্ত করা যাবে না। কারণ, বর্তমান সরকারের আমলে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এই মামলা করা হয়নি। আর খালেদা জিয়ার সাজার পেছনে যদি সরকারের কোনো হাত থাকতো তাহলে মামলার রায় হতে ১০ বছর সময় লাগতো না।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। সেদিনই তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে স্থানান্তর করা হয়।
মতামত দিন