আগামী ২৬ জুলাইয়ের মধ্যে কুমিল্লার আদালতকে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৩ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. মাসুদ রানা জানান, ‘গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার আদালত। তবুও সেখানে পুনরায় জামিন আবেদন করা হয়। সেই আবেদনের আংশিক মঞ্জুর করে খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হলেও জামিন দেওয়া হয়নি। এরপর ওই মামলায় জামিন না পাওয়ায় হাইকোর্টে আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে সোমবার (২৩ জুলাই) আদেশের দিন নির্ধারণ করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আদালত তার আদেশে কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।’
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বর্তমানে পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মতামত দিন