গোপালঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত শনিবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামে রথযাত্রার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গলাল সাহা বাদী হয়ে কোটালীপাড়া থানায় শনিবার গভীর রাতে ৯ জনের নাম উল্লেখ করে ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভূক্ত আসামী হালিম শেখ (৪১) ও হাজী লিয়াকত আলীকে (৫৮) রাতেই পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণে বলা হয়েছে, উল্টোরথ উপলক্ষ্যে শনিবার রাতে তাড়াশী গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলছিলো। অজ্ঞাত ১০/১৫ জন লাঠিসোটা নিয়ে অতর্কিতে ধর্মীয় অনুষ্ঠানে প্রবেশ করে ভক্তদের মারধর করে। হামলাকারীরা ৫ টি চেয়ার ভাংচুর করে ধর্মীয় অনুষ্ঠানকে পন্ড করে দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাচ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলে যান।
গ্রেফতারকৃত হালিম শেখ পুলিশকে জানান, নামাজের জন্য আমরা ৩০ মিনিট মাইক বন্ধ রাখতে বলেছিলাম। তারা মাইকও বন্ধ রেখেছিলো। কিন্তু নামাজ চলাকালেই তারা আবার মাইক বাজায়। এ কারণে রাত ৯ টার দিকে অনুষ্ঠানের পেছনের দিকের ৩ টি চেয়ার ভাংচুর করা হয়। সে চেয়ারে কোন ভক্ত বসা ছিলেন না। তবে এ সময় গালিগালাচ করা হয় বলে তিনি স্বীকার করেন।
কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমার ২ জনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন