২০০৫ সালের ৭ জুন রাজধানীর ধামরাইয়ের দক্ষিণ পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল।
যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যা করায়, স্বামীসহ মোট ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০০৫ সালের ৭ জুন রাজধানীর ধামরাইয়ের দক্ষিণ পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল।
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে, ঢাকার ৯ নম্বর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো: শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালীন আদালতে শুধু নিহতের স্বামী জাফর উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামী, আব্দুর রহিম, জাহাঙ্গীর, খালেক, ফেলা মিয়া এবং রোকেয়া এখনও পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদউদ্দিন জানিয়েছেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলাটিতে মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মাত্র ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূ সামিনাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে, তার মা নাজমা বেগম মামলাটি দায়ের করেন।
মতামত দিন