৪২৫টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্র পর্যপবেক্ষণ করে তারা এই ফলাফল নিশ্চিত করেছেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় অর্ধসংখ্যক নির্বাচনী কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) নামক একটি বেসরকারি পর্যবেক্ষক সংস্থা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, তারা অন্তত ৪৬.৫% নির্বাচনী কেন্দ্রে অনিয়ম লক্ষ্য করেছেন।
৪২৫টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্র পর্যপবেক্ষণ করে তারা এই ফলাফল নিশ্চিত করেছেন।
পর্যবেক্ষক সংস্থাটির প্রধান আবদুল আলিম জানান, তারা ১৫৯ অনিয়মের ঘটনা নথিভুক্ত করেছেন।
অনিয়মের মধ্যে ছিল অবৈধভাবে ভোট দেয়া, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রচারণা চালানো এবং কেন্দ্রে মধ্যে অনুনমোদিত লোকজনের উপস্থিতি।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম জয় লাভ করেন।
সংস্থাটির দেওয়া তথ্য মতে, ভোট দানের হার ছিল ৬১.৯%।
তারা ৯৬.৯% কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট এবং ৮১.৪% কেন্দ্রে বিএনপির এজেন্ট দেখতে পান।
ইডব্লিউজি’র তথ্যানুযায়ী, অনিয়মের অভিযোগে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। এর মধ্যে ৯টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চালু হয়।
মতামত দিন