রংপুরে ট্রাকের চাপায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নাটোরে ট্রাক অটরেক্সিার সংর্ঘষে নিহত ২ জন এবং আহত হয়েছে ৩ জন।
শনিবার (২৩ জুন) ভোরে রংপুরে পাগলাপীরে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত ও আহত হয়েছেন ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগজ্ঞ থানার ওসি জিন্নাত আলী।
পুলিশের সুত্র মতে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর সলেয়াশা এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী বিআরটিসির দ্বিতল বাস সড়কে দাড়িয়ে চাকা পরিবর্তন করছিলো। এ সময় পেছন থেকে বালুবোঝাই ট্রাক সড়কে বসে থাকা বিশ্রামরত যাত্রীদের চাপা দেয় এবং বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় নিহতদের চেহারা বিকৃত হওয়ায় কাউকেই চেনা যাচ্ছেনা বলে চিকিৎসক ও স্বজনরা জানিয়েছে।
তারাগজ্ঞ হাইওয়ে পুলিশের কর্মকর্তা সাইফুল জানান, বালু বোঝাই ট্রাকটি চালাচ্ছিলো ট্রাকের হেলপার আর ড্রাইভার ট্রাকের মধ্যে ঘুমিয়েছিলো। হেলপার দ্রুত বেগে গাড়ি চালানোর কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে বসে থাকা মানুষদের চাপা দেয় এবং দ্বিতল বিআরটিসি বাসের সাথে ধাক্কা লাগে।
এই দিকে, নাটোরে সড়ক র্দূঘটনায় ২ জন নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে র্ভতি করা হয়ছে। শনবিার সকাল সাড়ে ছয়টার দিকে এই র্দূঘটনা ঘটে।
নাটরের ফায়ার সার্ভিস অফিসার মহউিদ্দনি জানান, শনবিার সকাল সাড়ে ছয়টার দিকে শহররে কমলা সুপার র্মাকটেরে সামনে নাটোরগামী একটি ট্রাকের সাথে একটি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়ে এই ঘটনা
নাটোরে ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ। ছবিঃ ঢাকা ট্রিবিউন
নিহত শ্রীমতি সুলতা রাণী(৪৫) জলোর নলডাঙা উপজলোর সোনারদি গ্রামরে শ্রীমঙ্গল দবেনাথরে স্ত্রী এবং কানাই চন্দ্র (৪০) একই উপজলোর সোনাতালপুর গ্রামরে র্কাতকি চন্দ্রের ছেলে।
সদর থানার এসআই রুবলে এবং ওসি মশিউর রহমান জানান,ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হলেপারকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
মতামত দিন