রেহানা মাদক সংক্রান্ত একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ জেলার শাঙ্কিপাড়া এলাকায় সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মৃতদেহ পাওয়া গেছে।
রবিবার (১৭ জুন) ৪৩ বছর বয়সী রেহানা বেগমের মরদেহ শাঙ্কিপাড়া ক্যান্টনমেন্ট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, মৃত রেহানা বেগম শাঙ্কিপাড়ার ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, তার শরীরে বুলেটের ক্ষত পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল পুলিশ স্টেশনের ওসি মাহমুদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, “রেহানা মাদক সংক্রান্ত একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন।”
মতামত দিন