ঈদের দিন বিকেলে গাজীপুরের বাইমাইল অঞ্চলে পানিতে ডুবে মৃত্যু হয়েছে চার শিশুর। এদের একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে। মর্মান্তিক ঐ দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ঈদ আনন্দ উপভোগের উদ্দেশ্যে কাছের এক বিলে নৌভ্রমণে বের হয়েছিল ৮ থেকে ১২ বছর বয়সী ৭/৮ জন শিশু। কিন্তু নৌভ্রমণের এক পর্যায়ে নৌকা উল্টে যায়। বাকিরা তীরে উঠে আসতে পারলেও, পানিতে তলিয়ে যায় ঐ চার শিশু।
খবর পেয়ে স্থানীয়রা মৃত চার শিশুর মরদেহ উদ্ধার করে। মৃতদের পরিচয় তাৎক্ষনিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
মতামত দিন