ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেনি দলের শীর্ষ নেতাকর্মীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অনুমতি না দেওয়ায়, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েও নিরাশ হতে হয়েছে তাদের।
বিএনপি’র তরফ থেকে জানানো হয়েছে, ঈদের দিন (শনিবার) বেলা ১২:১৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাঁধার সম্মুখীন হন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলামসহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, তিন দিন আগেই আমরা দলীয় চেয়ারপারসনের সাথে দেখা করার ব্যাপারে আইজি প্রিজনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আজ সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা আমাদেরকে জানান, দেখা করার অনুমতি নেই আমাদের।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর, ঐ দিন বিকেলেই পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই আছেন।
মতামত দিন