রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধেশ্বরীতে স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনসচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর একরামের পরিবারের প্রকাশ করা অডিও রেকর্ডটি সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, 'অডিও রেকর্ডটি আনাচ্ছি, জোগাড় হচ্ছে। আমাদের একজন ম্যাজিস্ট্রেট এটি তদন্ত করে দেখছে।'
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধেশ্বরীতে স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনসচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও হত্যা বা অ্যাক্সিডেন্ট (দুর্ঘটনা) আমাদের তদন্তের বাইরে নয়। সব হত্যার বিষয়ে তদন্ত হবে। যেখানে যা দরকার সেটা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের লিস্ট অনেক লম্বা। যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হয় ততদিন আমাদের অভিযান চলবে। তবে অভিযানে কেউ নিহত হোক এটি আমাদের কাম্য নয়। আমাদের উদ্দেশ্য হলো মাদকের ভয়াবহতা থেকে সবাইকে সরিয়ে আনা।
উল্লেখ্য, গত ২৬ মে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরাম নিহত হন। এরপর র্যাব দাবি করে, একরাম একজন মাদক ব্যবসায়ী। তবে বৃহস্পতিবার টেকনাফে এক সংবাদ সম্মেলনে নিহত কাউন্সিলর একরামের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের নামে অন্যায়ভাবে তার স্বামীকে ‘হত্যা’ করা হয়েছে।
মতামত দিন